শ্রীলঙ্কা সফর সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা

০৯ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিসিবি।

 ১২ এপ্রিল লঙ্কানদের বিরুদ্ধে দুইটি টেস্ট খেলার জন্য শ্রীলঙ্কা যাবে টাইগাররা। ২১ সদস্যের দলে জায়গা হয়েছে নতুন তিনজনের। তারা হলেন-শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। তবে ২১ সদস্যের এই প্রাথমিক দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।

প্রাথমিক দল:

মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হক সোহান।


মন্তব্য
জেলার খবর