মন্তব্য
ভারতে শুরু হয়েছে আইপিএল। এ আসরের শুরুতেই আলোচনায় এসেছেন ইমরান তাহির। চেন্নাই সুপার কিংসের লোগোতে সিংহের মুখ আছে। আর তাই ইমরান তাহির সিংহের মতো করে চুলের স্টইল করে কাটিং করেছেন। তার এই লুক নিয়ে জোর আলোচনা চলছে চেন্নাই শিবিরে।
চেন্নাই সুপার কিংসের সতীর্থরা তাহিরকে 'পরাশক্তি এক্সপ্রেস' বলে ডাকে। চেন্নাইয় সুপার কিংসের পক্ষ থেকে তাহিরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাকে নতুন লুকে দেখা যায়। ভিডিওতে তাহির বলেছেন, 'পরাশক্তি এক্সপ্রেস তৈরি আছে। আপনারা কি তৈরি?' তাহিরের অনুশীলনের ভিডিও শেয়ার করেছিল চেন্নাই। আর সেখানেই 'সিংহ'রূপী তাহিরকে আবিষ্কার করেছেন সমর্থকরা।