সহিংসতার ঘটনা গানে

১০ এপ্রিল ২০২১

পশ্চিমবঙ্গের বিধান নির্বাচনের প্রচারণার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বুধবার একটি গানের ভিডিও প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশে এক হিন্দু কিশোরীকে ধর্ষণের ঘটনা, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল থেকে নেয়া ছবি ও ইসলামপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি ব্যবহার করা হয়েছে। 

সম্প্রতি কলকাতার কিছু খ্যাতিমান গায়ক-অভিনেতা বিজেপির মৌলবাদী চিন্তাভাবনার বিরোধিতা করে একটি গানের ভিডিও প্রকাশ করেছিলেন। বিজেপির সাম্প্রতিক ভিডিওটি তারই পাল্টা জবাব হিসেবে মনে করা হচ্ছে।

এতে দেখা যায়, বাংলাদেশের এক সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে। এছাড়া ইসলামপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সংক্রান্ত খবরের কাগজের কাটিং দেখা যাচ্ছে।

বিবিসি বাংলা


মন্তব্য
জেলার খবর