মন্তব্য
চিপ সংকটের কারণে এবার উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়িনির্মাতা ব্র্যান্ড হুন্দাই। সোমবার থেকে অন্তত দুইদিন তাদের আসান শহরের কারখানায় কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার এক বিবৃতিতে হুন্দাই কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ির পাওয়ারট্রেইন কন্ট্রোল ইউনিটের সেমিকন্ডাক্টর সরবরাহ না থাকায় উৎপাদন আপাতত বন্ধ করতে হচ্ছে। হুন্দাইয়ের আসান কারখানায় প্রতি বছর অন্তত তিন লাখ গাড়ি তৈরি হয়।
রয়টার্স