সূচকের সঙ্গে লেনদেনেরও পতন

২৪ জানুয়ারী ২০২২

কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। পতন দেখা গেছে সূচকের। আর আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। রোববার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিস্থিতি ছিল এমনই ।

ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪৮টির, বেড়েছে ১০২টির এবং বাকি ২৮টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩২ দশমিক ৬৯ পয়েন্ট কমে সাত হাজার ৭৩ পয়েন্টে, ডিএসইএস শূন্য দশমিক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৫০৮ দশমিক শূন্য ৯ পয়েন্টে ও  ডিএস-৩০ পাঁচ দশমিক ৯৩ পয়েন্ট কমে দুই হাজার ৬২৯ দশমিক ৪৪ পয়েন্টে  অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১১৮ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন হয় এক হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬০১ কোটি ২০ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯৯টির, বেড়েছে ৭৫টির এবং ৩০টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৬৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৬ দশমিক ৪৫ পয়েন্টে এবং সিএএসপিআই ১১৫ দশমিক শূন্য তিন পয়েন্ট কমে ২০ হাজার ৭০২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে  পাঁচ কোটি ২৩ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর