গোপনে ফোন করেছিলেন অক্ষয় : কঙ্গনা

১০ এপ্রিল ২০২১

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত দাবি করেছেন, ‘থালাইভি’ (Thalaivi) ছবির ট্রেলার দেখার পর অক্ষয় কুমার (Akshay Kumar) তাকে গোপনে ফোন করেছিলেন। আবার অভিনয়ের প্রশংসাও করেছিলেন।

টুইটারে কঙ্গনা লেখেন, ‘বলিউডে এতটাই হিংসা ভর্তি যে, কারও প্রশংসা করার জন্য কাউকে বিপদে পড়তে হতে পারে, আমি অনেক গোপন ফোন আর মেসেজ পেয়েছি। এমনকি অক্ষয় কুমারের মতো বড় তারকাও থালাইভি সিনেমার ট্রেলার দেখে প্রচুর প্রশংসা করেছেন। কিন্তু দীপিকা কিংবা আলিয়ার সিনেমার মতো তারা প্রকাশ্যে প্রশংসা করতে পারেন না। মুভি মাফিয়াদের সন্ত্রাসের জন্য।’


মন্তব্য
জেলার খবর