মন্তব্য
২০ মাসের শিশুকে একা ঘরে রেখে নিজের ১৮তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন তরুণী মা। ৬ দিনের পার্টি শেষে বাড়ি ফিরে দেখেন মেয়ে মারা গেছে।
খাবার না পেয়ে, পানির অভাবে, ডিহাইড্রেশন আর জ্বরে মৃত্যু হয় ২০ মাসের এশিয়ার। ময়নাতদন্তে জানানো হয়, ‘অবহেলা’ই শিশুটির মৃত্যুর কারণ।
২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে মোট ১১ বার মেয়েকে একা ফেলে নিজের কাজে চলে গিয়েছিলেন মা ভার্পি। প্রায় এক সপ্তাহ পর বাড়ি ফেরেন ভার্পি।
আনন্দবাজার পত্রিকা