মন্তব্য
পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটের আগে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বিজেপি বিরুদ্ধে তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই চক্রান্তের জন্য দায়ী করেন।
বর্ধমানে এক জনসভা থেকে তিনি বলেন, ‘‘অমিত শাহ কত টাকা আপনার আছে? আপনাদের এত টাকা এল কোথা থেকে? আমার পা-টা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন।’’
পশ্চিমবঙ্গে প্রচারণার জন্য এসেছিলেন অমিত শাহ এবং তার মধ্যেই বিস্ফোরক এই অভিযোগ তুললেন মমতা। ‘‘উত্তরপ্রদেশ, বিহার থেকে গুন্ডা এনেছে। কোটি-কোটি টাকা বিলি করছে। আমার কিছুতেই যায় আসে না। বাঘের বাচ্চার মতো লড়ব,’’ বলেন মমতা।