আগ্নেয়াস্ত্র সহিংসতা মহামারিকেও হার মানায় : বাইডেন

১০ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ বিবৃতিতে তিনি জানান, লাগাম টানা হবে দেশে উৎপাদিত ‘ঘোস্ট গান’ ক্রয়-বিক্রয়ের।

বাইডেন জানান, দেশে আগ্নেয়াস্ত্র সহিংসতা এমন মাত্রায় গেছে যা মহামারিকেও হার মানায়। এটি বিশ্বপরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক।

‘ঘোস্ট গান’ হিসেবে পরিচিত অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা- তাতে কোনো সিরিয়াল নাম্বার থাকে না। ক্রয়-বিক্রয়ের জন্য প্রয়োজন পড়ে না লাইসেন্সের। যার ফলে, ব্যবহারকারীকে শনাক্ত করা কঠিন। অপরাধের ক্ষেত্রে এ অস্ত্রগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর