জমি বিলীনের সঙ্গে দুই সেতুতে ফাটল, হুমকির মুখে বসতবাড়ি

২৪ জানুয়ারী ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালিদহ মরা খালের দুই সেতুতে ফাটল দেখা দিয়েছে। খালে ধসে গেছে শ’ শ’ বিঘা আবাদি জমি। হুমকির মুখে রয়েছে বসতবাড়ি। সেতুর ফাটলে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়েছে টেপ্রীগঞ্জ ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। আর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েক শ’ কৃষক। স্থানীয়দের দাবি, খালটি অপরিকল্পিতভাবে পুনঃখননের ফলে এ অবস্থা। পুনঃখননের কাজটি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

সরেজমিনে দেখা গেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়নের দিনবাজার হয়ে টেপ্রীগঞ্জ, বেলুয়াডাঙ্গা মাস্টার পাড়া এবং ধুলাঝাড়ি ঘাট এলাকায় যাওয়া পথে ওই খালে চোখে পড়ে সেতু দুটি। এর একটি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের (নির্মাণাধীন) ও আরেকটি এলজিইডির। ২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর পুনঃখনন করে খালটি। এরপর সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে দুইটি সেতুই ভেঙে পড়েছে। দুইটি সেতু ভেঙে পড়ায় ইউনিয়নবাসী বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষত কৃষক তাদের উৎপাদিত কৃষিপন্য পরিবহনের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে নির্মাণের অল্প সময়ের মধ্যেই সেতু দুটি ভেঙে যাওয়ায় নির্মাণ কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। স্থানীয় কৃষক আক্কাস আলী জানান, এভাবে খাল খনন করা ঠিক হয়নি। সেতুগুলো ভেঙে যাওয়ায় আমরা এখন চরম কষ্টে পড়েছি। খাল খননে বর্ষায় আমার ৫ বিঘা কৃষি জমি ধসে গেছে। খননের সময় ভেকু (স্কেভেটর) চালককে সেতুর ধারে খাল করতে বার বার নিষেধ করেছি। শোনেনি,  উল্টো আমাকেই মামলায় ফাসিয়ে দেওয়ার ভয় দেখিয়েছে।  আরেক কৃষক মফিজ উদ্দিন, আ.বারেক, মুজিবুল হক ও মাহাতাবসহ অন্যরা জানান, সেতু ভেঙে যাওয়ায় আমাদের উৎপাদিত ফসল বিশেষ করে শাকসবজি পরিবহনের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয়। খাল পুনঃখননে শ’ শ’ বিঘা কৃষি জমি ধসে গেছে।

টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কালিদহ ও গাউনি খাল অপরিকল্পতিভাবে খনন করছে। ফলে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের নির্মাণাধীন একটি ও এলজিইডির একটি সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে সেতু দুটি ভেঙে পড়েছে।

দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিন জানান, সেতুটির ধার থেকে মাটি খনন ও ভারী বৃষ্টির ফলে সেতুটি ভেঙে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কালিদহ খাল পুনঃখননে সেতুর কোনও ক্ষতি হয়নি বলে  জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো.শামছুজ্জামান।

 

মো. সম্রাট হোসাইন/এমকে 

 

 


মন্তব্য
জেলার খবর