করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৪৬২ জন, মৃত্যু ৬৩

১০ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টা দেশে করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৪৬২ জনের। একই সময় মারা গেছেন করোনা আক্রান্ত ৬৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৫১১ জন। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫৮৪ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি।  শনাক্তের হার ১৩ দশমিক ৬২।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮৭৯টি,পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৫৪টি। শনাক্তের হার ২৩ দশমিক ৫৭। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৩ জন,নারী ২০ জন।  বিভাগভিত্তিক ঢাকায় ৪২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুই জন, খুলনায় তিন জন, বরিশালে চার জন এবং সিলেট ও ময়মনসিংহে  একজন করে আছেন,সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর