চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ভাসমান অবস্থায় সবজি ব্যবসায়ী জয়নাল আবেদীন প্রকাশ কালার (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সকালে বাড়বাকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ তাহরিপাড়া তেলীবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়নালের স্ত্রী লিমা আক্তারকে (২৪) আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী ও তার কথিত প্রেমিক মিলে হত্যার পরে জয়নাল আবেদীনকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।
জয়নাল আবেদীন ওই এলাকার মৃত ইসলামের ছেলে। ভুক্তভোগীর বোন সাবিনা ইয়াছমিন জানান, জয়নালের স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী শাহাদাত হোসেন কাইয়ুমের পরকীয়া সম্পর্ক রয়েছে দেড় বছর ধরে। এনিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিশি বৈঠক হয়। লাশ পাওয়ার একদিন আগেও বৈঠক হয়েছিল।
প্রায় ১১ বছর আগে পারিবারিকভাবে জয়নাল ও রিমার বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা রয়েছে। কাইয়ুমের সঙ্গে পরকীয়া প্রেমের বিষয়টি জানাজানি হলে সংসারে অশান্তি শুরু হয়। স্থানীয় ইউপি মেম্বার আরাফাত মুন্না বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে মুক্ত করতে সামাজিকভাবে কয়েকদফা সালিশ বৈঠকেরও আয়োজন করেন জয়নাল। কিন্তু স্ত্রীকে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি। জয়নালকে পুরুষাঙ্গ কেটে ও তলপেট ধারালো ছুরি দিয়ে কেটে হত্যার পর লাশটি বাড়ির পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সকালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, জয়নালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিমা আক্তার পালিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড বাজার থেকে আটক করা হয়েছে।
ডিকেটি/এমকে