দেশে উদ্ভুদ করোনা পরিস্থিতিতে করোনা সংক্রমণ কমানোর জন্য্ অন্তত দুই সপ্তাহ পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিশেষ করে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার জন্য এ সুপারিশ করা হয়। দুই সপ্তাহ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনায় আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, পূর্ণ লকডাউন ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না বলে মনে করছেন কমিটির সদ্যসরা। শুক্রবার (৯ এপ্রিল) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৭ এপ্রিল পরামর্শক কমিটির ৩০তম সভায় এ সুপারিশের সিদ্ধান্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে উদ্বেগজনকভাবে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮টি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। কিন্তু এসব নির্দেশনা-বিধিনিষেধ সঠিকভাবে মানা না মানায় সংক্রমণের হার বাড়ছে বলে মনে করছেন কমিটির সদস্যরা। তাই নির্দেশনা ও বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার মনে করে অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউনের মতামত দেন কমিটির সদস্যরা।
এমকে