করোনা মোকাবেলায় আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।শুক্রবার (৯ এপ্রিল) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ডাক দেওয়াসহ করোনা পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতা, অব্যবস্থাপনা দেশের ১৬ কোটি মানুষকে একটি অনিশ্চিত গন্তব্যে নিয়ে চলছে। জাতির এ চরম দুর্যোগপূর্ণ সময়ে আমরা সরকারের প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছিলাম। আবারও আহবান, আসুন আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সংকট মোকাবিলায় উদ্যোগী হই।
বিএনপি মহাসচিব বলেন, কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত আরএমজি সেক্টরে কয়েক হাজার গার্মেন্টস বন্ধ হয়েছে। ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এরইমধ্যে ১০ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। অর্থের অভাবে ঢাকা ছাড়ছে শত শত পরিবার। তাই সরকারের প্রতি আহবান, আসুন মানুষ বাঁচাই-দেশ বাঁচাই। আমরা চাই এ মহামারিতে আর যেন একটি প্রাণও না ঝরে পড়ে।
মির্জা ফখরুল দাবি করেন, দেশে করোনা মহামারি ভয়াবহরূপ পরিগ্রহ করেছে। সরকারের উদাসীনতা, অগ্রাধিকার নির্ধারণে ইচ্ছাকৃত উপেক্ষা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের অপকৌশল হিসেবে করোনা সংক্রমণের তথ্য গোপন ও সীমাহীন ব্যর্থতা আজ পুরো দেশকে এক বিপদসংকুল পথে নিয়ে চলেছে। তিনি বলেন, আমরা আবারও প্রস্তাব রাখছি, এখনও সময়ে আছে- সর্বদলীয় কমিটি গঠন করেন। জনগণকে সম্পৃক্ত করেন। তাহলেই শুধুমাত্র এই সমস্যার সমাধান করা যাবে। তিনি বলেন, এই বিশাল চ্যালেঞ্জ জনগণের সম্পৃক্ততা ছাড়া মোকাবেলা সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করতে হলে রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে,সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসুন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সংকট মোকাবিলায় উদ্যোগ নিই মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।
এমকে