অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)’র ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুই জন পলাতক রয়েছেন। গ্রেফতারদের মধ্যে তিন জন সেনাবাহিনী এবং একজন বিমান বাহিনীর সদস্য। পলাতকদের মধ্যে একজন বিজিবি সদস্য এবং অপরজন সিভিলিয়ান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি কমিশনার জানান, এই ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হলেও গ্রেফতার চার জনকে নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিচার নিজ নিজ বাহিনীর আইন অনুযায়ী হবে। বাদীর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, এই ঘটনায় অভিযু্ক্তদের একজন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বাদির কাছে থেকে মুক্তিপণ দাবি করেন, বলেন- তার বড়ভাই র্যাব হেফাজতে রয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা হবে। মামলা থেকে বাঁচাতে চাইলে প্রথমে ১৫ ও পরে ১২ লাখ টাকা দাবি করেন। বিষয়টি পুলিশ বা ডিবিকে জানালে তার ভাইকে হত্যার হুমকি দেন।
এমকে