ব্রিটেনের রানির স্বামীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১০ এপ্রিল ২০২১

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গ’র মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে গণমাধ্যমকে এ কথা  জানানো হয়েছে। প্রিন্স ফিলিপ শুক্রবার সকালে ব্রিটেনের রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

এদিকে প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন  বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের প্রমূখ। 

প্রসঙ্গত, অসুস্থবোধ করায় ৯৯  বছরের প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। তখন বলা হয়েছিল, তিনি কোভিড-১৯-এ আক্রান্ত নন। পরে হৃদযন্ত্র পরীক্ষার জন্য তাকে আরেকটি হাসপাতালে সাতদিন রাখা হয়, সেখানে সফলভাবে হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয়।


এমকে


মন্তব্য
জেলার খবর