আত্মরক্ষায় কারাতে শিখছে সংখ্যালঘু মেয়েরা

১১ এপ্রিল ২০২১

‘কারাতে দিয়ে হয়তো আমরা বোমা ঠেকাতে পারব না, তবে আত্মরক্ষার মাধ্যমে আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। সবাই জানে আমি [মার্শাল আর্ট] ক্লাবে যাচ্ছি। এখন বাইরে বেরোলে কেউ [খারাপ] কিছু বলার সাহস পায় না।’

কথাগুলো বলছিলেন নার্গিস বাটুল নামে ২০ বছরের এক তরুণী। শুধু এই মেয়েটিই নয়, এখন কারাতের মাধ্যমে নিজেদের রক্ষার উপায় শিখছে পাকিস্তানের শত শত সংখ্যালঘু নারী। এদের মধ্যে বেশিরভাগই হাজারা সম্প্রদায়ের সদস্য।

এএফপি


মন্তব্য
জেলার খবর