মন্তব্য
দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবানা । ঢাকাই সিনেমার কিংবদন্তি হঠাৎ আলোচনায় এলেন ১০ লাখ টাকার সহায়তা ঘোষণা দিয়ে। আফরোজা সুলতানা রত্না নামের একটি ফেসবুক আইডি থেকে নিজেকে শাবানা দাবি করে এই সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।
ওই আইডি থেকে গত ৮ এপ্রিল লেখা হয়েছে, ‘পরিবারের সবার পরামর্শে একটি ভালো উদ্যোগ নিয়েছি। আগামী রোজা উপলক্ষে সাধারণ মানুষ ও গরিব অসহায়দের জন্য ১০ োখ টাকার কিছু উপহার হিসেবে দিতে চাই।’
একই দিন আরও এক স্ট্যাটাসে আইডিটি থেকে লেখা হয়েছে, ‘যাদের বাবা নাই, যাদের স্বামী নাই এবং যে সব ছেলেমেদের বাবা মা নাই। যারা এতিম। তারা লজ্জা না করে আমার কাছে আপনার কষ্টের কথা শেয়ার করেন। আমি আপনাদের রোজা উপলক্ষে কিছু উপহার দিতে চাই। আশা করি সবাই গ্রহণ করবেন বিশেষ করে এতিমরা।'