মেহজাবীনের মুকুটে নতুন পালক

১১ এপ্রিল ২০২১

অপূর্ব-মেহজাবীন জুটির ক্যারিয়ারে যুক্ত হলো নতুন সোনালী পালক। ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে আবারও নাম লেখালেন তারা।

‘ক্যান্ডি ক্রাশ’ নাটকটি প্রকাশের মাত্র ৯৫ দিনের মাথায় অতিক্রম করলো কোটি ভিউয়ের ঘর। যা তালিকা হিসেবে বাংলাদেশের দ্রুততম কোটি ভিউ হওয়া ৬ষ্ঠ নাটক।

৩ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। এটি কোটি ভিউ অতিক্রম করে গত ৮ এপ্রিল।


মন্তব্য
জেলার খবর