স্বর্ণে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআন

২৪ জানুয়ারী ২০২২

পবিত্র কোরানের এ কপিটি লেখা হয়েছে এ্যালুমিনিয়াম ও সর্ণ ব্যবহার করে। প্রস্থে এটি সাড়ে ৬ ফুট ও লম্বায় সাড়ে আট ফুট। কোরানটি লিখেছেন শাহিদ রাসসামই।

 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই এক্সপোতে পৃথিবীর সবচেয়ে বৃহৎ এ কোরানটি প্রদর্শন করা হবে। সোমবার (২৪ জানুয়ারি) থেকে এক্সপোর পাকিস্তান প্যাভিলিয়নের সামনে পাকিস্তানি শিল্পী ও পাণ্ডুলিপির অন্যতম প্রস্তুতকারী শাহিদ রাসসাম এটি প্রদর্শন করবেন। প্রদর্শনীতে সুরা আর-রহমানের অংশ প্রদর্শন করা হবে। খবর খালিজ টাইমসের।

 

 

১ হাজার ৫৮৫টি হরফ, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত ও তিন রুকু বিশিষ্ট সুরা আর-রহমান। ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। ছয় পৃষ্ঠায় লেখা সুরাটি এ মেরায় প্রদর্শিত হবে। দুই পৃষ্ঠায় পাঁচ লাইন করে এবং বাকি চার পৃষ্ঠায় ১০ লাইন করে মোট ৫০ লাইনে আয়াতগুলো লেখা হয়েছে। শুধু সুরা আর-রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

 

শাহিদ রাসসাম জানান, শুধু সুরা আর-রহমান লেখায় শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট ২০০ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন।

 

প্রকল্পটিতে অর্থায়ন করেছেন দুবাইভিত্তিক উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্ব ইরফান মুস্তাফা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর