ইরানে পরমাণু চুল্লিতে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ

১১ এপ্রিল ২০২১

ভূগর্ভস্থ নাতানজ পরমাণু চুল্লিতে অত্যাধুনিক মডেলের নতুন বেশ কিছু সেন্টিফিউজে গ্যাস সরবরাহ করছে ইরান। পাশাপাশি জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উদযাপনের দিন শনিবার  নিজেদের কয়েক ডজন সফলতা উন্মোচন করেছে দেশটি।

ইরানের সবচেয়ে বড় পরমাণু স্থাপনাটি ইসফাহানের নাতানজে অবস্থিত। ইতিমধ্যে দশটি এসডব্লিউইউসহ ১৬৪টি আইআর৬ সেন্ট্রিফিউজে গ্যাস সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইরান বর্তমানে যেসব সেন্ট্রিফিউজ বসিয়েছে,তার মধ্যে সবচেয়ে টেকসই হলো আইআর৬। শিল্পকারখানার পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এই মডেলের সেন্ট্রিফিউজ বসানো হয়।আইআর১-এর চেয়ে এটি দশগুণ বেশি ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড (ইউএফ৬) উৎপাদন করতে পারবে।


মন্তব্য
জেলার খবর