মন্তব্য
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অনেক দেশেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে। সম্প্রতি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকাতেও রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) সম্প্রতি এই তথ্য জানিয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর এবার জনসন অ্যান্ড জনসনের টিকায় এমন ঘটনা ঘটল।
ইএমএ এক বার্তায় জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর এ পর্যন্ত চারজন রক্ত জমাট বাঁধা সমস্যায় ভুগছেন। ভুক্তভোগীদের একজন ইউরোপের, বাকি তিনজন যুক্তরাষ্ট্রের।
ব্লুমবার্গ