ইউক্রেন দখল করতে চান পুতিন, দাবি ব্রিটিশ গোয়েন্দার

২৪ জানুয়ারী ২০২২

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্ত নিয়ে উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বরং জটিলতা আরো বাড়ছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই ঘোলাটে হচ্ছে। এমন সময় রাশিয়া ইউক্রেনকে নিজেদের দখলে নিতে চায় বলে দাবি করেছে ব্রিটিশ গোয়েন্দা বিভাগ।

 

ওই গোয়েন্দা প্রতিবেদেনের ভিত্তিতে ব্রিটেনের সরকার জানিয়েছে, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে রাশিয়া এমন এক ব্যক্তিকে সেদেশের সরকারের মাথায় বসাতে চাইছে, যার সাহায্যে ইউক্রেন দখল করা সহজ হয়। গোটা ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন।

 

ইউক্রেনের ক্ষমতায় রাশিয়া যাদের বসাতে পারে এমন তালিকায় সবার ওপরে

ব্রিটেনের প্রাক্তন এমপি ইয়েভগেন মুরায়েভ। রুশ গুপ্তচর সংস্থার সঙ্গে মুরায়েভ গোপনে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি ব্রিটিশ গোয়েন্দাদের। তারা আরো অভিযোগ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুরায়েভের ভালো সম্পর্ক রয়েছে। বর্তমানে তিনি একটি টিভি চ্যানেলের মালিক। তার ন্যাশ নামের ওই চ্যানেলে রাশিয়াপন্থী খবর প্রচার করা হয় বলে আগেই অভিযোগ করেছিল ইউক্রেন।

 

তবে ব্রিটেনের এ দাবিকে নাকচ করে দিয়েছে রাশিয়া। মুরায়েভের নাম নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটা বিষয়টি ন্যাটোভুক্ত দেশগুলোর মস্তিষ্কপ্রসূত বলে টুইট করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

মুরায়েভের পাশাপাশি, আরো কয়েকজন রাজনীতিকের নাম প্রকাশ্যে এনেছেন ব্রিটিশ গোয়েন্দারা। তারা হলেন: মায়কোলা আজারভ, সেরগি আরবুজভ, অ্যান্ড্রি ক্লুয়েভ ও ভোলোদিমির সিভকোভিচ।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর