মন্তব্য
ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে লা সুফ্রিয়ের নামের এক আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হয়েছে।
দ্বীপটি এখন ধোঁয়া এবং ছাই দিয়ে ঢেকে গেছে।
দ্বীপের প্রধানমন্ত্রী র্যাল্ফ গনসাল্ভস কথিত রেড জোনের ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবিসি