সর্বোচ্চ মৃত্যু

১১ এপ্রিল ২০২১

একদিনের হিসাবে দেশে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে গত ২৪ ঘণ্টায়, মারা গেছেন ৭৭ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৪৩ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৩৭ জন। শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একদিনের হিসাবে করোনা রোগীর মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ছিল দুই দিন আগে বৃহস্পতিবার,  ৭৪ জন।

স্বাস্থ্য অধিদফতর  জানায়, এখন পর্যন্ত করোনা  শনাক্ত হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৬৬১ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। এখন পর্যন্ত ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৩ দশমিক ৬৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয় ২৫ হাজার ১৮৫টি, পরীক্ষা হয় ২৬ হাজার ৭৭টি। ২০ দশমিক ৪৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ,নারী ২৪ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৫১ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় দুই জন, বরিশালে এক জন, রংপুরে চার জন এবং সিলেটে একজন  আর সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর