সারা দেশে টিকাদান শুরুর দিন থেকে এখন পর্যন্ত ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদের মধ্যে ৯৪৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬ জন। শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকা গ্রহণকারী ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জনের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন, নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন। টিকা নেওয়ার জন্য শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে নিবন্ধন করেছেন মোট ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন।
৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয় সরকারি হাসপাতালে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিনে করোনার টিকা দেওয়া হয় না।
এমকে