বিএনপি কী করেছে জানতে চাইলেন কাদের

১১ এপ্রিল ২০২১

সমালোচনার তীর ছোড়া আর মিথ্যাচারের বিষবাষ্প ছড়ানো ছাড়া বিএনপি করোনাকালে জনকল্যাণে কী করেছে? কোনও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে?  বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১০ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এসব জানতে চান।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করা প্রকারান্তরে সংক্রমণ রোধ কার্যক্রমে বাধাগ্রস্ত করা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি। এসময় করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ানোর এবং সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দিতে বিএনপিকে আহবান জানান ওবায়দুল কাদের।

 

করোনা নিয়ন্ত্রণে সর্বদলীয় কমিটি গঠন সংক্রান্ত বিএনপির প্রস্তাব প্রসঙ্গে  ওবাদুল কাদের বলেন, এর আগেও তারা সর্বদলীয় কমিটির কথা বলেছিল। কিন্তু করোনা কোনও রাজনৈতিক সমস্যা নয়। দেশে করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি রয়েছে, তাই সরকার বিশেষজ্ঞ ও পরামর্শক কমিটির মতামত এবং সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করছে। সর্বদলীয় বিষয়ের চেয়ে জনস্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞদের মতামতই বেশি জরুরি। বিশ্বের কোনও দেশে সংক্রমণ রোধ কিংবা চিকিৎসায় সর্বদলীয় কমিটির নজির নেই।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর