চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে আহসান হাবীব আছান নামের ৬৫ বছরের এক বৃদ্ধের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর মারা গেছেন তিনি। রোববার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার ধর্মগাছা ব্রিজ সংলগ্ন মামাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আহসান হাবীব আছান দুধের ব্যবসা করতেন, উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে জামাই বাড়িতে থাকতেন। তার বাবার বাড়ি পাশ্ববর্তী উপজেলা ভাঙ্গুড়ার বাঔহাট গ্রামে। টাকাগুলো দুগ্ধ খামারিদের দেওয়ার জন্য স্থানীয় একটি চিলিং সেন্টার থেকে তুলেছিলেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ঘটনাস্থলে তার পথরোধ করে দুই ব্যক্তি, তারাই টাকাটা ছিনিয়ে নেয়। এ সময় আছান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে প্রথমে চিনাভাতকুর বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়, পরে সেখান থেকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, তিনি চিনাভাতকুর এলাকায় যাচ্ছিলেন- খামারিদের টাকা দেওয়ার জন্য। ঘটনার কিছু সময় আগে টাকাগুলো তোলেন তিনি। এ বিষয়ে চাটমোহর থানার ওসির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি- কল দিলে তিনি তা ‘কেটে’ দেন। প্রসঙ্গত, ওই এলাকায় এর আগে একজনকে হত্যা করে সিএনজি চালিত অটো রিকশা ছিনতাই করা হয়।
এমকে