ভূমধ্যসাগরের মাঝে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মাল্টায় তিনদিন অবস্থান করলে বিদেশি পর্যটকদের প্রত্যেককে ২০০ ইউরো দেবে দেশটির সরকার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ১২৪ টাকা।
গ্রীষ্মের ছুটিতে যারা মাল্টায় ঘুরতে যাবেন তাদের এই অর্থ দেয়া হবে। ১ জুনের মধ্যে দ্বীপরাষ্ট্রের বেশিরভাগ করোনা বিধিনিষেধ উঠে যাবে। এ সময় যেসব পর্যটক গ্রীষ্মের ছুটিতে স্থানীয় হোটেলের মাধ্যমে বুকিং করবেন, তারা এই টাকা পাবেন।
যারা পাঁচতারকা হোটেলের বুকিং দেবেন, তারা মাল্টার ট্যুরিজম কর্তৃপক্ষ থেকে ১০০ ইউরো পাবেন। আর বাকি ১০০ ইউরো সেই হোটেল কর্তৃপক্ষ দেবে। আর যারা চারতারকা হোটেল বেছে নেবেন তারা মোট ১৫০ ইউরো পাবেন। তিনতারকা হোটেল বুকিং দিলে ১০০ ইউরো দেয়া হবে। মাল্টার মূল ভূখণ্ড থেকে তিন কিলোমিটার উত্তরে ছোট দ্বীপ গোজোর হোটেলগুলো বুকিং করলে ১০ শতাংশ বেশি টাকা পাবেন পর্যটকরা।
রয়টার্স