মন্তব্য
সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'৷ বর্তমানে নাটকটির তৃতীয় সিজন চলছে। ধ্রুব টিভিতে গত ৮ এপ্রিল প্রচার হয়েছে নাটকটির ৭৪তম পর্ব৷
গত বৃহস্পতিবার থেকে শনিবার নাটকটির ৭৪, ৭৫, ৭৬তম পর্ব প্রচার হয়। শনিবার ধ্রুব টিভি ও পরিচালক ঘোষণা দিলেন পরের তিন পর্ব বৃহস্পতিবার থেকে শনিবার নয় রবি, সোম ও মঙ্গলবার- এই তিন দিন প্রচার হবে।
হুট করে নাটকটির প্রচার এগিয়ে আনার কারণ জানতে চাইলে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, 'দর্শকদের জন্য সারপ্রাইজ রয়েছে। বলতে পারেন এগিয়ে আনাটাও একটা সারপ্রাইজ।'