এলো নতুন সারপ্রাইজ

১২ এপ্রিল ২০২১

সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'৷ বর্তমানে নাটকটির তৃতীয় সিজন চলছে। ধ্রুব টিভিতে গত ৮ এপ্রিল প্রচার হয়েছে নাটকটির ৭৪তম পর্ব৷

গত বৃহস্পতিবার থেকে শনিবার নাটকটির ৭৪, ৭৫, ৭৬তম পর্ব প্রচার হয়। শনিবার ধ্রুব টিভি ও পরিচালক ঘোষণা দিলেন পরের তিন পর্ব বৃহস্পতিবার থেকে শনিবার নয় রবি, সোম ও মঙ্গলবার- এই তিন দিন প্রচার হবে। 

হুট করে নাটকটির প্রচার এগিয়ে আনার কারণ জানতে চাইলে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‌'দর্শকদের জন্য সারপ্রাইজ রয়েছে। বলতে পারেন এগিয়ে আনাটাও একটা সারপ্রাইজ।'


মন্তব্য
জেলার খবর