মন্তব্য
এবার ভ্যাকসিন নয়, করোনা দূর করতে পূজা-যজ্ঞ-সংকীর্তণে ভরসা রাখলেন ভারতের মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর।
আর তার জন্য জায়গা হিসেবে বেছে নিলেন খোদ ইন্দোর বিমানবন্দরকে। কিন্তু মন্ত্রীর মুখে নেই মাস্ক।
বিমানবন্দর চত্বরে আধঘণ্টারও বেশি সময় ধরে পূজা করেছেন এই বিজেপি মন্ত্রী। শুধু তাই নয়, এদিন মন্ত্রীর সঙ্গে পূজাতে বসতে দেখা যায় বিমানবন্দরের ডিরেক্টর এবং অন্যান্য কর্মীদেরও।
আনন্দবাজার ও জি নিউজ