প্রথম আরব নারী নভোচারী নুরা

১২ এপ্রিল ২০২১

মহাকাশ কর্মসূচিতে অংশ নিতে আরব বিশ্বের প্রথম নারী নভোচারীকে নির্বাচন করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। শনিবার মহাকাশ অভিযান প্রশিক্ষণে অংশ নিতে আমিরাতের নুরা আল মাতরুশিসহ নতুন দুই জন নির্বাচিত হওয়ার খবর জানান ভাইস প্রেসিডেন্ট ও দুবাই সরকার শেখ মুহাম্মদ বিন রাশিদ। 

আমিরাতের নাগরিক ২৭ বছর বসয়ী নুরা আল মাতরুশি যন্ত্র প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি আবুধাবীর ন্যাশনাল পেট্রোলিয়াম কনস্ট্রাকশনে কোম্পানিতে কাজ করেন। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নাসার নভোচারী প্রার্থী হিসেবে তিনি যোগ দেবেন। 

রয়টার্স 


মন্তব্য
জেলার খবর