মন্তব্য
চীনের জেন'স ইন্টারন্যাশনাল ডিফেন্স রিভিউ অনুযায়ী, চীনে তৈরিকৃত চালকহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন ব্যবহার করছে মিয়ানমারের বিমানবাহিনী। দেশটির আন্দোলনকারীদের গতিবিধি নিরীক্ষণ করতেই এগুলো ব্যবহার করা হচ্ছে।
এছাড়া মিয়ানমারকে ডিজিটাল নজরদারির সিস্টেম, যন্ত্রপাতি এবং নতুন মডেলের ফাইটার জেট দিয়েছে রাশিয়া।
মান্দালয়ে নিচু দিয়ে উড়তে থাকা ড্রোন দেখা গেছে। এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। ড্রোনগুলো দিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি মানুষকে ভয় দেখানোর মানসিক যুদ্ধকৌশল অনুসরণ করা হচ্ছে।
রয়টার্স ও ইরাবতি