দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গেছেন গত ২৪ ঘণ্টায়, ৭৮ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮১৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন।রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল শনিবার (১০ এপ্রিল), ৭৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনের।এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৭৩৯ জন,সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।এখন পর্যন্ত ৫০ লাখ ২ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে।১৩ দশমিক ৬৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৯ হাজার ২৯৮টি, পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। শনাক্তের হার ১৯ দশমিক ৮১।মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং নারী ২৫ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৪৭ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৪ জন, রংপুরে একজন এবং সিলেটে ২ জন আছেন। ৭৭ জন হাসপাতালে মারা গেছেন, বাকি একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
এমকে