কমেছে সূচক ও লেনদেন

১২ এপ্রিল ২০২১

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমার পাশাপাশি সব সূচকের পতন দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আর আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৯ কোটি টাকা। বাজার মূলধন কমেছে আট হাজার ২০৬ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকা।

শেয়ার লেনদেন হয় মোট ৩৪০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৪টির,কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৫২টির। লেনদেন হয় ৪৫৬ কোটি ৫৫ লাখ তিন হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা। রোববার ১১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৩৩২টি শেয়ার ৯১ হাজার ৩৫২ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে পাঁচ হাজার ১৬৪ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ২০ দশমিক শূন্য চার পয়েন্ট কমে এক হাজার ১৭৭ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে।ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে এক হাজার ৯৫২ দশমিক ৯১ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৫১ হাজার ৩৩ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।ছয় দশমিক ৫৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর