চাঁদে হাঁটবেন অশ্বেতাঙ্গ ও নারী

১৩ এপ্রিল ২০২১

প্রথমবারের মতো চাঁদে হাঁটবেন কোনো অশ্বেতাঙ্গ। এই প্রথম চাঁদের বুকে হাঁটবেন এক নারী মহাকাশচারীও। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আসন্ন চন্দ্রাভিযান ‘মিশন আর্টেমিস’-এ এ ঘটনা ঘটবে।

নাসার তদারকি অ্যাডমিনিস্ট্রেটর স্টিভ জারসিজ্ক বলেছেন, ‘পাঁচ দশক পর এবার যে চন্দ্রাভিযান শুরু করছে নাসা, তাতে চার মহাকাশচারী হাঁটবেন চাঁদের বুকে। তাঁদের মধ্যে একজন নারী, দ্বিতীয় জন অশ্বেতাঙ্গ।’

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর