অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে মিয়ানমারের অন্তত দুই ডজন আঞ্চলিক সশস্ত্র সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। এদের মধ্যে কয়েকটি সংগঠন গত ৩০ মার্চ জান্তা সরকারের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দেয়। এরই মধ্যে এসব সংগঠনের হামলায় ১৪ পুলিশ ও ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এসব সংগঠন আন্দোলনে সম্পৃক্ত হলে মিয়ানমারে অবধারিতভাবে গৃহযুদ্ধ বেধে যাবে।
মিয়ানমারে অস্ত্রের জোরে ক্ষমতার মসনদে বসা সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো প্রকার জনসমর্থন আদায় করতে পারেনি। গত আড়াই মাসে দেশটির সর্বস্তরের মানুষ উল্টো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজপথে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোও সামরিক বাহিনীকে ক্ষমতায় দেখতে চায় না। আন্তর্জাতিক মহলের সমর্থনও আদায় করতে পারেনি জান্তা সরকার। উল্টো একের পর এক নিষেধাজ্ঞা জুটেছে কপালে। সব মিলিয়ে বড় ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে আছে জান্তা সরকার।