চট্রগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হওয়া বন্দি ফরহাদ হোসেন রুবেলের হদিস এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এদিকে রোববার (৭ মার্চ) বিকালে কারাগার পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুজ্জামান। এর আগে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জেলার ও একজন ডেপুটি জেলারকে প্রত্যাহার এবং দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে, জেলা প্রশাসক ও পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা । শনিবার সকালে কারাগার থেকে নিখোঁজ হয় ফরহাদ হোসেন রুবেল।
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ও ডান্ডাবেড়ী পরা অবস্থায় কি করে একজন বন্দি পালিয়ে যেতে পারে, না-কি তাকে পালিয়ে যেতে কেউ সহযোগীতা করেছে তা এখন সর্বত্র আলোচ্য বিষয়।পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটিতে খুলনা বিভাগীয় উপ-কারাপরিদর্শক ছগির মিয়া, ব্রাহ্মণবাড়ীয়ার জেল সুপার মো.ইকবাল হোসেন ও বান্দরবান জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদকে রাখা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) একে এম ফজলুল হক । চট্টগ্রাম জেলা প্রশাসকের গঠন করা তদন্ত কমিটিতে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমনি আক্তার, এডিসি (ট্রাফিক-উত্তর)মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো.মাজহারুল ইসলাম।
এদিকে শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল ইসলাম কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে তালামুক্ত করার পর ফরহাদ হোসেন ওরফে রুবেল নামে এক হাজতিকে পাওয়া যাচ্ছে না। যার হাজতি নম্বর ২৫৪৭/২১। তিনি গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে রুবেল কারাগারে যাওয়ার পরে সেখানে দুইবার কারাগারের ড্রেনে ও ছাদে আত্মগোপন করেন। সে সময় ব্যাপক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করেছিল কারা কর্তৃপক্ষ।
সদরঘাট থানা সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি রাতে সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় আবুল কালাম আবু নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করেন রুবেল। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় কালাম হাসপাতালে মারা যান। ৬ ফেব্রুয়ারি গভীর রাতে হত্যার অভিযোগে ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি ওই মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।
ডিকেটি/এমকে