প্রথম আশির ঘর ছাড়লো মৃত্যুর সংখ্যা

১৩ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে প্রথমবারের মতো আশির ঘর ছাড়ালো করোনা রোগীর মৃত্যুর সংখ্যা, মারা গেছেন ৮৩ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনা্ক্ত হয়েছে সাত হাজার ২০১ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫২৩ জন। সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গিয়েছিল রোববার (১১ এপ্রিল),  ৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হযেছে ছয় লাখ ৯১ হাজার ৯৫৭ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৮২২ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৭৪।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৬ হাজার, পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৯৬৮টি। শনাক্তের হার ২০ দশমিক ৫৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৪ জন এবং নারী ২৯ জন। বিভাগভিত্তিক  ঢাকায় ৫৪ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় চার জন, বরিশাল ও সিলেটে দুই জন করে এবং রংপুরে  একজন আছেন। হাসপাতালে  ৭৪ জন আর বাসায় পাঁচ জন মারা গেছেন।বাকি  চার জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর