মন্তব্য
ইরানের নাটানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। রবিবার এ ঘটনার নিন্দা জানিয়ে তেহরান এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে।
নাতানজের ওই পরমাণু কেন্দ্রে হামলার এই অভিযোগ করেন ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) প্রধান আলী আকবর সালেহি ।
তবে এ ঘটনার জন্য কাউকে স্পষ্টভাবে দায়ী করেনি ইরান। এর এক দিন আগে ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের নতুন সরঞ্জাম উন্মোচন করে।
সিএনএন, আল-জাজিরা ও বিবিসি