মন্তব্য
ইরানের নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। আর এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান।
তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জকেন্দ্রে রবিবার হঠাৎ করে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ সেক্টরের জন্য বিরল ঘটনা। এ ঘটনাকে সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাভেদ জারিফ।
ইরান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। এ জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে এ হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আল-জাজিরা