নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের

২৪ জানুয়ারী ২০২২

দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে বিএনপি নানামুখী ষড়যন্ত্রের নীলনকশার অভিপ্রায় রয়েছে। নির্বাচনে অংশ না নেওয়া, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করায় অনীহাসহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা সেই নীলনকশারই বহিঃপ্রকাশ। সোমবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এমন কথাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ বিবৃতি দেন তিনি।

ওবায়দুল কাদের জানান, স্বৈরশাসনের গর্ভে জন্ম নেওয়া বিএনপি নিজেদের গায়ে গণতন্ত্রের আস্তিন জড়ালেও সেই আস্তিনের মধ্যেই রয়েছে গণতন্ত্রের টুঁটি চেপে ধরা দানবীয় রূপ। ভুল রাজনীতির কারণে এখন চরম দুর্দিনের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে দলটি। নিজেদের রাজনৈতিক ব্যর্থতায় গভীর সংকটে নিপাতিত। রাজনৈতিক দৈন্যতায় চরম দুর্দিনের কালো অন্ধকারের হতাশা-আবসাদ জেঁকে বসেছে দলটির নেতাদের মনে। সেই সংকট ঢাকতে জাতিকে দুর্দিনের আষাঢ়ে গল্প শোনানোর পাঁয়তারা করছেন তারা।

দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী নেতৃত্বে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা এবং পারিপার্শ্বিক সব ধরনের প্রতিবন্ধকতা জয় করে উন্নয়ন-সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে। বাংলাদেশ তার কাঙ্ক্ষিত অভীষ্টে পৌঁছাবেই।

এমকে

 


মন্তব্য
জেলার খবর