মন্তব্য
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী পয়লা বৈশাখ-ঈদের কেনাকাটা ভুলে গিয়ে আল্লাহকে স্মরণ করতে বললেন।
ফেসবুকে একটি স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘দয়া করে এবার পয়লা বৈশাখের নাম নেবেন না, ভুলে যান সামনে ঈদ নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য, স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। আল্লাহকে স্মরণ করুন, বেঁচে থাকলে পয়লা বৈশাখ-ঈদ অনেক পাবেন।
রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, হোক না সেটা সীমিত। লস হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে।