মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ দশমিক ৩৭ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে, শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জন। এ সময়ে মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ৯৯৮ জন। ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৩৮ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।
এমকে