মন্তব্য
দেশের সব মসজিদে প্রতি ওয়াক্ত ও তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ ২০ জন জামাতে অংশ নিতে পারবেন, এর বেশি অংশ নিতে পারবেন না।আর জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। উদ্ভুদ করোনা পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সোমবার (১২ এপ্রিল) এসব নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় বলছে, প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে এ নির্দেশনা বাস্তবায়ন করবে।
এমকে