এটিএম বুথে উত্তোলন করা যাবে দ্বিগুণ টাকা

১৩ এপ্রিল ২০২১

করোনার সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের মেয়াদকালে ব্যাংকের এটিএম বুথ থেকে  প্রচলিতের চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা উত্তোলন করা যাবে। এজন্য বুথগুলোকে সচল ও তাতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারের আগে দিনে তোলা যেত সর্বোচ্চ ৫০ হাজার টাকা। বিধিনিষেধের মেয়াদকালে তোলা যাবে ১ লাখ টাকা। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ওই পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে।

এর আগে একই দিনে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৪-২১ এপ্রিল পর্যন্ত মেয়াদে বিধিনিষেধ আরোপ করে সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে, এ সাতদিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে। আর সীমিত আকারে জরুরি সেবার আওতায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসহ কিছু শাখা খোলা থাকবে। এসব শাখা থেকে আমদানি-রফতানি, পণ্য পরিবহণ, উৎপাদন সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা পাওয়া যাবে  সীমিত আকারে । নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সাথে পরিচালিত মোবাইল ব্যাংকিং কার্যক্রম সরকার নির্ধারিত সময়ের মধ্যে চালু রাখতে হবে। একই সঙ্গে এজেন্টদের কাছ থেকে গ্রাহকদের টাকা তোলার জন্য প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  এজেন্টদের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে। অ্যাপস বা মোবাইল ফোন সেটে এ সেবা সার্বক্ষণিকভাবে চালু থাকবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর