করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ এখনও দেখা যায়নি। নিজের বাসাতেই আছেন তিনি। সার্বক্ষণিক তার খোঁজ-খবর ও চিকিৎসার তদারকি করছে বিএনপিপন্থি চিকিৎসকদের একটি দল। সোমবার রাতে এ তথ্য জানা গেছে।
অসুস্থতার অবস্থা বুঝে প্রয়োজন হলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কেবিন ঠিক করে রাখা হয়েছে বলে জানা গেছে ।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি । ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমকে