পাকিস্তানকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

১৩ এপ্রিল ২০২১

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সোমবার পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়া শিবির। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ এ সমতায় আসল দল দুটি। 

জোহানেসবার্গে টস জিতে ব্যাট করতে নেমে করে ৯ উইকেটে ১৪০ রান পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রেটিয়ারা।

 দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার এইডেন মারক্রাম। মাত্র ৩০ বলে এ রান করেন তিনি। ৭টি চার ও ৩টি ছয়ের মারে সাজানো ছিল তার ইনিংসটি। অপরদিকে ২১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হেনরিক ক্লাসেন। ৪টি চার ও একটি ঳য়ের মারেএ রান করেন তিনি। ১০ বলে দুই ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জর্জ লিন্ডে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন উসমান কাদির।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে ফিফটি উপহার দেন অধিনায়ক বাবর আজম। ৫০ বলে পাচ চারে ৫০ রান করেন তিনি। হাফিজ করেন ৩২। হায়দার আলী ও হাসান আলী করেন সমান ১২ রান। বাকিদের মধ্যে কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন লিন্ডে। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। উইলিয়ামসও নেন তিন উইকেট। আগামী ১৪ এপ্রিল সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। 


মন্তব্য
জেলার খবর