চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

১৩ এপ্রিল ২০২১

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ রাতে অনুষ্ঠিত হবে তারাবির নামাজ। কাল থেকে শুরু হবে সিয়াম সাধনা।

রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ পড়ে থাকেন মুসল্লিরা। আজ থেকে শুরু হচ্ছে তারাবি।এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে তারাবির নামাজে বিধি-নিষেধ আরেপ করেছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে ২০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

রোজার নিয়মানুসারে শেষরাতে মুসল্লিরা সেহ্‌রি খেয়ে থাকেন মুসলিমরা। হাদিসে সেহরি খাওয়ার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও। এতে বরকত রয়েছে ।’ অন্য একটি হাদিসে তিনি বলেছেন, ‘আমাদের এ রোজা ও আহলে কিতাবদের (ইহুদি-খ্রিস্টান) রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।’


মন্তব্য
জেলার খবর