মঙ্গলবারেই চট্রগ্রামের ৬০ গ্রামে রোযা শুরু

১৩ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সিয়াম সাধনা শুরু করেছেন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতাকানিয়া, বাঁশখালীসহ ৬০ গ্রামের মানুষ। এবারই প্রথম নয়, আড়াইশ’ বছরেরও বেশি সময় ধরে তারা এভাবেই রোযা রাখেন, দুটি ঈদ উদযাপন করেন। তারা জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী।

চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর বলেন, চন্দনাইশ, পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম ও মির্জাখীল গ্রামের অনেক মানুষ মঙ্গলবার থেকে রমজানের প্রথম রোজা শুরু করেছেন।

গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য— চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, সৈয়দাবাদ, দক্ষণি কাঞ্চননগর, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিণার পাড়া, ফকির, সর্বল কাজী বাড়ি, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরাণগর, মলেয়াবাদ, পটিয়ার মোহাম্মদ নগর।

ডিকেটি/এমকে


মন্তব্য
জেলার খবর